বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় জনগণ: রিজভী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ এখনো খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির মহিলা দলের আয়োজন করা দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দীর্ঘ অসুস্থতা, নানান বাধা ও নির্যাতনের পরও খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। তার অটল মনোবল ও স্থিতধী মানসিকতা দলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। তিনি আরও অভিযোগ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও আগের সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখাতে চাননি।

তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করে দেশ ছেড়েছেন এবং অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া সোনার ঘটনায় তা স্পষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন।

রিজভী বলেন, একদিকে খালেদা জিয়া নিজের সবটুকু দিয়ে দেশের মানুষের পাশে থেকেছেন, আরেকদিকে যারা দেশের সম্পদ লুট করেছে তারা পালিয়ে গেছে।

দোয়া মাহফিল শেষে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন