শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লীগ ধর, জেলে ভর, স্লোগানে স্লোগানে জনতা ছাত্রলীগ ধরে পুলিশে দেয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
expand
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি আটক করেছি। অভিযান চলছে। যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।’

এ সময় অনেকে লীগ ধর, জেলে ভর, স্লোগানে স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ধরে ধরে পুলিশের কাজের সোপর্দ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন