রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
ওবায়দুল কাদের ও সাদ্দাম
expand
ওবায়দুল কাদের ও সাদ্দাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল আজ (রোববার, ১৮ জানুয়ারি) মানবতাবিরোধী কর্মকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি করবে। এ মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের ছাড়াও আসামির মধ্যে আছেন—আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।

অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের জুলাই–আগস্টে সংঘটিত আন্দোলন দমন, হত্যাযজ্ঞ ও অন্যান্য গুরুতর কর্মকাণ্ডে এরা জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওবায়দুল কাদেরের নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন।

গত ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া পলাতক আসামিদের জন্য পত্রিকায় হাজির হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X