শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
আবুল কালাম আজাদ
expand
আবুল কালাম আজাদ

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও দাউদ হোসেনের ছেলে এবং ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

জানা যায়, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত একজন আসামি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে পারেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়।

সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল ও কাগজপত্র যাচাই করা হচ্ছিল।

একপর্যায়ে ওই ব্যক্তি ভারতে যাওয়ার জন্য এক্সিট সিল নিতে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলে সিস্টেমে তার নাম ব্ল্যাকলিস্টে থাকার বিষয়টি শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি বিস্ফোরক মামলার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X