

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদকের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
বৃহস্পতিবার বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন।
রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে উল্লেখ করেন, শেখ হাসিনা ইচ্ছা করলেই প্লট বরাদ্দ না-ও নিতে পারতেন, কারণ তা বন্ধ করার জন্য তাঁর আইনজীবী, মন্ত্রিপরিষদের সদস্য বা সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
কিন্তু তিনি বরাদ্দ গ্রহণ করেন- যা আদালতের মতে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয়।
বিচারক প্রশ্ন তোলেন- ‘চারবার দেশের নেতৃত্বে থাকার পরও কেন তাঁকে এমনভাবে সম্পদ গ্রহণের পথে যেতে হলো?’
তিনি আরও বলেন, কোটা ব্যবস্থার অপব্যবহার না হলে সাধারণ মানুষ প্লট পাওয়ার সুযোগ পেতেন; এই প্রক্রিয়ায় সাধারণ নাগরিকের অধিকার ক্ষুণ্ন হয়েছে।
দুদকের মামলায় শেখ হাসিনার পাশাপাশি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে।
গত জানুয়ারিতে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুদক ছয়টি পৃথক মামলা করে। এসব মামলার তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, যিনি পরে আদালতে অভিযোগপত্র জমা দেন।
চলতি বছরের ৩১ জুলাই তিনটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মন্তব্য করুন

