মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোট দিতেই হবে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ
expand
রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৮ রাজনৈতিক দল। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোট দিতেই হবে। যদি দাবি আদায় না হয়, তাহলে রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মঙ্গলবার (১১ নবেম্বর) দুপুর দুইটায় কুরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সমাবেশে বক্তব্য দেন ৮ দলের নেতারা।

গণভোটের আগে দেশে কোনো কিছু হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, জুলাই সনদ আমরা কোনো কাগুজে সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে।

তিনি বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী, আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ প্রতিটি রাজনৈতিক পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা নেই। যারা জুলাই সনদ মানবে না, তাদের জন্য ২৬ সালে নির্বাচন নেই।

জামায়াত আমীর বলেন, নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে নেতাকর্মীরা থাকবে বলেও জানান তিনি। সুস্পষ্ট দাবি নিয়েই রাজপথে রয়েছে জামায়াতে ইসলামী এমন মন্তব্য করে তিনি বলেন, আশাকরি সরকার জনগণের ভাষা বুঝেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করবে।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, গণভোট নিয়ে কোনো গড়িমসি মানবে না দেশের মানুষ। সরকার যদি জনগণের ভাষা না বুঝে তাহলে কোঠর কর্মসূচির মাধ্যমে নির্বাচনের আগেই গণভোট দিতে বাধ্য করা হবে।

বেলা ১২টার দিকে শুরু আগেই সমাবেশ এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। রাজধানীর পল্টন, প্রেসক্লাব, বিজয় নগর, বায়তুল মোকাররম পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়। এসময় ৮ দলের নেতাকর্মীরা ‘নভেম্বরেই গণভোট-দিতে হবে, দিয়ে দাও’, ‘জুলাই সনদ বাস্তবায়ন-করতে হবে করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারী ৮টি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন