রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম
রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় ইসির সামনে দেখা যায়, ১২১ ঘণ্টা অনশনে থাকা তারেক রহমান একই পোশাকে শুয়ে রয়েছেন
expand
রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় ইসির সামনে দেখা যায়, ১২১ ঘণ্টা অনশনে থাকা তারেক রহমান একই পোশাকে শুয়ে রয়েছেন

নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। দলটি এখনও নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাননি।

অনশনের এই ১২১ ঘণ্টা পার হওয়ার পর তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শরীরে চারবার স্যালাইন দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় ইসির সামনে দেখা যায়, ১২১ ঘণ্টা অনশনে থাকা তারেক রহমান একই পোশাকে শুয়ে রয়েছেন।

রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারছেন না; ইশারা-ইঙ্গিতে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন।

আমজনতার দল জানায়, তারেক রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। দলটি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

দলটি আরও জানিয়েছে, অনশনের ১২১ ঘণ্টা পার হলেও নির্বাচন কমিশন এখনো কোনও পদক্ষেপ নেয়নি। নিবন্ধন প্রসঙ্গে নীরবতা ও উদাসীনতা জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন