শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত তালিকা প্রকাশ ইসলামী আন্দোলনের, কে কোন আসনে লড়ছেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য ২৫৯ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ১১ দলীয় জোট ছেড়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দলটির প্যাডে প্রার্থীদের নাম ও আসনের তালিকা প্রকাশ করা হয়।

কে কোন আসনে লড়বেন পঞ্চগড়-২ মো. কামরুল হাসান প্রধান, ঠাকুরগাঁও-১ মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও-২ মো. রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ মো. আল আমিন, দিনাজপুর-১ অ্যাডভোকেট মো. চাঁন মিঞা, দিনাজপুর-২ হা. মাও. মুহা. রেদওয়ানুল করীম রাবিদ, দিনাজপুর-৩ অধ্যক্ষ মুফতি মুহা. খাইরুজ্জামান, দিনাজপুর-৪ মাওলানা আনোয়ার হোসেন নদভী, দিনাজপুর-৬ ডা. নূরে আলম সিদ্দিকী, নীলফামারী-১ মুহামাদ আব্দুল জলিল, নীলফামারী-২ অ্যাডভোকেট হা. মাও. হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ মো. আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৪ মো. শহিদুল ইসলাম, লালমনিরহাট-১ মুফতি মুহা. ফজলুল করীম শাহারিয়া, লালমনিরহাট-২ মুফতি মো. মাহফুজুর রহমান, লালমনিরহাট-৩ আমিনুল ইসলাম, রংপুর-১ এ টি এম গোলাম মোস্তফা। রংপুর-২ মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ মো. আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ মুহাম্মদ জাহিদ হোসেন, রংপুর-৫ অধ্যক্ষ মো. গোলজার হোসেন, রংপুর-৬ মাওলানা সুলতান মাহমুদ, কুড়িগ্রাম-১ মুহাম্মদ হারিসুল বারী, কুড়িগ্রাম-২ মুহামম্মদ নুর বখত, কুড়িগ্রাম-৩ ডা. আক্কাছ আলী সরকার, কুড়িগ্রাম-৪ অধ্যাপক হাফিজুর রহমান, গাইবান্ধা-১ মুহাম্মদ রমজান আলী, গাইবান্ধা-২ প্রভাষক মুহা. আব্দুল মাজেদ, গাইবান্ধা-৩ এ টি এম আওলাদ হোসেন, গাইবান্ধা-৪ সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, গাইবান্ধা-৫ অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, বগুড়া-১ এ বি এ মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, বগুড়া-৩ মুহা. শাহজাহান আলী তালুকদার, বগুড়া-৪ মাওলানা মুহা. ইদ্রিস আলী, বগুড়া-৫ মীর মুহা. মাহমুদুর রহমান (চুন্নু), বগুড়া-৬ আ ন ম মামুনুর রশিদ, বগুড়া-৭ প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ মো. মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ ডা. মো. ইব্রাহীম খলীল, চাঁপাইনবাবগঞ্জ-৩ ডা. মো. মনিরুল ইসলাম, নওগাঁ-১ মাওলানা আব্দুল হক শাহ, নওগাঁ-৩ মুফতি নাসির বিন আছগর, নওগাঁ-৪ মাওলানা সোহরাব হোসেন, নওগাঁ-৫ মাওলানা আব্দুর রহমান।

নওগাঁ-৬ মাওলানা রফিকুল ইসলাম, রাজশাহী-২ মো. ফজলুল করীম, রাজশাহী-৩ মো. ফজলুর রহমান, রাজশাহী-৪ মো. তাজুল ইসলাম খান, রাজশাহী-৫ হা. মাওলানা মুহা. রুহুল আমীন, রাজশাহী-৬ মো. সুরুজ মোল্লা, নাটোর-১ প্রভাষক ড. মো. আব্দুল্লাহিল বাকী, নাটোর-২ মাওলানা মোহাম্মদ আলী, নাটোর-৩ মাওলানা খলিলুর রহমান, নাটোর-৪ মাওলানা এমদাদুল্লাহ, সিরাজগঞ্জ-২ মুফতি মুহিব্বুল্লাহ, সিরাজগঞ্জ-৪ মুফতি আব্দুর রহমান, সিরাজগঞ্জ-৫ শেখ মুহাম্মাদ নুরুন নাবী, সিরাজগঞ্জ-৬ মিসবাহ উদ্দিন, পাবনা-১ মাওলানা আব্দুল গণি, পাবনা-২ মাওলানা আফজাল কাসেমী, পাবনা-৩ মো. আব্দুল খালেক, পাবনা-৪ মাওলানা আনোয়ার হোসাইন, পাবনা-৫ মুফতি নাজমুল, কুষ্টিয়া-১ মুফতি আমিনুল ইসলাম, কুষ্টিয়া-২ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, কুষ্টিয়া-৩ মুহা. আব্দুল্লাহ আকন, কুষ্টিয়া-৪ আনোয়ার খাঁন, চুয়াডাঙ্গা-১ মাওলানা জহুরুল ইসলাম আজিজী। চুয়াডাঙ্গা-২ মো. হাসানুজ্জামান সজিব, ঝিনাইদহ-২ এইচ এম মোমতাজুল করীম, ঝিনাইদহ-৩ মাওলানা সরোয়ার হোসেন, ঝিনাইদহ-৪ মুফতি আহমদ আব্দুল জলিল, যশোর-১ মাওলানা মো. বক্তিয়ার রহমান, যশোর-২ মাস্টার ইদ্রিস আলী, যশোর-৩ মাওলানা শোয়াইব হোসেন, যশোর-৪ অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, যশোর-৫ মাল্টার জয়নাল আবেদিন, যশোর-৬ গাজী শহিদুল ইসলাম, মাগুরা-১ মাওলানা নাজিরুল ইসলাম, মাগুরা-২ মুফতি মোস্তফা কামাল, নড়াইল-১ মাওলানা আব্দুল আজিজ।

নড়াইল-২ মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, বাগেরহাট-২ অ্যাড. শেখ আতিয়ার রহমান, বাগেরহাট-৩ অধ্যক্ষ জিল্লুর রহমান, বাগেরহাট-৪ মাওলানা ওমর ফারুক নূরী, খুলনা-১ মাওলানা আবু সাঈদ, খুলনা-২ মুফতি আমানুল্লাহ, খুলনা-৩ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা-৪ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ শেখ, খুলনা-৬ হাফেজ মুহাম্মদ আছাদুল্লাহ আল-গালিব, সাতক্ষীরা-১ মাওলানা রেজাউল করীম, সাতক্ষীরা-২ মুফতি রবীউল ইসলাম, সাতক্ষীরা-৩ কাজী মো. ওয়েজ কুরনী, সাতক্ষীরা-৪ মোস্তফা আল মামুন মনির, বরগুনা-১ মাওলানা মাহমুদুল হাসান উলীউল্লাহ, বরগুনা-২ মুফতি মিজানুর রহমান, পটুয়াখালী-১ মো. ফিরোজ আলম, পটুয়াখালী-২ মুফতি আব্দুল মালেক আনোয়ারী, পটুয়াখালী-৩ মু. আবু বক্কর ছিদ্দিকী, পটুয়াখালী-৪ ডা. অধ্যাপক মোস্তফিজুর রহমান, ভোলা-১ মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-৩ মাওলানা মোসলেহ উদ্দিন।

এর আগে গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।

সে সময় ২৬৮টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছিল দলটি। তবে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসলামী আন্দোলন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X