শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের পথে ইসলামী আন্দোলন, মহাসমাবেশ স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়
expand
কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়

শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করে। সেই পথে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি রাজধানীতে এ কর্মসূচি আয়োজনের কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং বিদ্যমান নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতের দাবিতে ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি পুনর্বিবেচনা করে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, অধ্যাপক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X