শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সঠিক জবাব না পেলে অবশ্যই ডাকসু পুনর্বিবেচনার সুযোগ থাকবে: আবিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
আবিদুল ইসলাম খান
expand
আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অভিযোগগুলোর সঠিক ও স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলে ২০২৫ সালের ডাকসু নির্বাচন পুনর্বিবেচনার দাবি তুলতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আদায় করা সম্ভব হবে।

আবিদুলের ভাষায়, নির্বাচনের দিন সকাল থেকেই তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁকে ভোটকেন্দ্র দখলের অভিযোগে দায়ী করা হলেও প্রকৃত পরিস্থিতি ভিন্ন ছিল।

তিনি অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের ভুল ব্যাখ্যার কারণে সংবাদমাধ্যম বিভ্রান্ত হয়েছে।

তিনি বলেন, ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। তবে নির্বাচন শেষে সব কিছু শেষ হয়ে গেছে—এমনটা ভাবার সুযোগ নেই। বরং যেসব অনিয়ম হয়েছে, সেগুলোর সঠিক তদন্ত ও সমাধান জরুরি।

আবিদুল আরও জানান, নির্বাচন ঘিরে অনেক অসংগতি দেখা গেছে। কিন্তু অতীতের মতো নেতিবাচক রাজনৈতিক আচরণে না গিয়ে তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X