শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ
expand
রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

জুলাই সনদের আইনী ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, শাপলার গণহত্যা থেকে২৪ পর্যন্ত সকলহত্যার দ্রুত বিচার ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ২৪ এর শহীদদের ন্যায় শাপলা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, স্কুলে নাচ-গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগসহ ৭ দফা দাবী আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

সভায় বক্তাগণ বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে বটে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। প্রাইমারি স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগ, বাংলাদশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন, পতিতাদের ভাতা প্রদান দেশের শান্তি প্রিয় ধর্মপ্রাণ জনতাকে ক্ষুব্ধ করেছে। দেশে এখনো খুন, চাঁদাবাজি, দুর্নীতির বন্ধ হয়নি।

শাপলা গণহত্যা, ২১ ও ২৪ সালের গণহত্যাসহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম নির্যাতনের কোন বিচার হয় নি, আলেম-ওলামাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি, হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে। জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন দেয়া মোটেও হবে সুষ্ঠু হবে না। নেতৃবৃন্দ আরও বলেন, বিগত সরকারগুলো দেশ থেকে যে সম্পদ বিদেশে পাচার করেছে তা ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। জনগণ ডঃ ইউনুস এর কাছে যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি।

সমাবেশে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে বের হয়ে পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে এসে সমাপ্ত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন