

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ১৪০টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আনিসুর রহমান দেওয়ান এ তালিকা ঘোষণা করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ঢাকা-১৩ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া মহাসচিব আনিসুর রহমান দেওয়ান ঢাকা-১২, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাই মন্ডল বগুড়া-১ এবং প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী চুয়াডাঙ্গা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ঘোষিত প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। যেকোনো সময় এনপিপির নীতিনির্ধারণী ফোরাম এটিতে পরিবর্তন আনতে পারবে।
এর আগে গত শনিবার অনুষ্ঠিত এনপিপির প্রেসিডিয়ামের সভায় ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, জাগপার (একাংশ) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আলতাফ হোসেন, মো. ইমরুল কায়েস, খোশাল খান, মির্জা হামিদুল ইসলাম, শেখ জাবেদ কামাল, মেহেদী হাসান রনি, সাহেব আলী হাওলাদার রনি, মাওলানা ইসরাফিল হোসেন সাভারী, মো. এমাদুল হক রানা প্রমুখ।
মন্তব্য করুন

