মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে এনসিপির‘ জনতায় বৈধতা ১৯৭১’ শীর্ষক পতাকা বিতরণ কর্মসূচি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
কক্সবাজার জেলার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি “জনতায় বৈধতা ১৯৭১” শীর্ষক বিশেষ পতাকা বিতরণ
expand
কক্সবাজার জেলার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি “জনতায় বৈধতা ১৯৭১” শীর্ষক বিশেষ পতাকা বিতরণ

কক্সবাজার জেলার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি “জনতায় বৈধতা ১৯৭১” শীর্ষক বিশেষ পতাকা বিতরণ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার সকালে পর্যটন জোনের ডলফিন মোড় থেকে শুরু হয়ে সমুদ্র সৈকত জুড়ে দর্শনার্থীদের মাঝে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজ উদ্দিন, সদ্য ঘোষিত জেলা কমিটির আহবায়ক প্রফেসর আকতার আলম, সহকারী অধ্যাপক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রায়েন কাসেম, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন সাঈদ, যুগ্ম আহবায়ক শফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া জেলা যুবশক্তির আহবায়ক আসিফ বাপ্পি, সদস্য সচিব শামিম ফরহাদ এবং জেলা শ্রমিক শক্তির আহবায়ক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।

এ এস এম সুজ উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবের ইতিহাস। জনতায় বৈধতা প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ১৯৭১ শুধু একটি সংখ্যা নয়—এটি বাংলাদেশের জন্মের স্মারক। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের অস্তিত্বের চিহ্ন ধরে রাখতে ১৯৭১টি পতাকা বিতরণ করা হচ্ছে। এটি শুধু শুরু; পরবর্তী সময়ে স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি চালানো হবে।”

পতাকা বিতরণ কর্মসূচি দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। ঘুরতে আসা সেলিনা বলেন, “এটি দারুণ ও ইউনিক একটি উদ্যোগ। এতে মানুষের সচেতনতা বাড়বে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X