

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অন্যতম প্রধান কারণ হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর অভিযোগ, সংসদ সদস্যরা নিজেদের কাজ না করে উপজেলা চেয়ারম্যানের কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। আইন প্রণয়নের পরিবর্তে তারা রাস্তা, ভবন নির্মাণ কিংবা গাড়ি কেনার মতো প্রশাসনিক কাজে জড়াচ্ছেন।
ফখরুলের ভাষায়, “রাষ্ট্রের পুরো কাঠামোই দখলের সংস্কৃতিতে পরিণত হয়েছে।”
শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনটি বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
মির্জা ফখরুল বলেন, তিনি সবসময় আশাবাদী থাকতে চান, কিন্তু বাস্তবতা হতাশার দিকেই ঠেলে দেয়।
তাঁর বক্তব্য অনুযায়ী, “আমরা একটি প্রগতিশীল সমাজ গড়ে তুলতে চাই, বৈষম্য কমাতে চাই। অথচ উল্টোভাবে জনগণের চিন্তাকে বিভ্রান্ত করা হচ্ছে, উগ্রবাদকে উসকে দেওয়া হচ্ছে—এ অবস্থায় হতাশ না হয়ে উপায় থাকে না।”
তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এ সময়ে যে ক্ষতি হয়েছে, তা স্বল্প সময়ে পূরণ করা সম্ভব নয়।
আলোচনায় আরও বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মন্তব্য করুন