শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হৃদয়ের ডাকে গড়া অমূল্য বন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
১২ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবস
expand
১২ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবস

বন্ধু — ছোট্ট একটি শব্দ, অথচ এর অর্থ সীমাহীন। বন্ধুত্ব মানে শুধু হাসি-মজা নয়; বরং জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, নীরবতা আর কথার মধ্যে এক নিঃস্বার্থ সঙ্গ।

পরিবার জন্ম দেয়, কিন্তু বন্ধু জীবনকে অর্থবহ করে তোলে। বন্ধু সেই মানুষ, যাকে নিজের মতো করে বেছে নেওয়া হয়; যার সাথে ভাগ করা হয় জীবনের সবচেয়ে গভীর অনুভূতি, গোপন স্বপ্ন আর অজস্র স্মৃতি।

এই সম্পর্কের সৌন্দর্যকে স্বীকৃতি জানাতেই আগস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বিশ্ব বন্ধুত্ব দিবস। এ দিনটি শুধুই উৎসব নয়; এটি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান আর ভালোবাসা জানানোর এক বিশেষ মুহূর্ত। শৈশব থেকে যৌবন, পড়াশোনা থেকে কর্মজীবন — প্রতিটি ধাপে বন্ধু থাকে পথের সঙ্গী হয়ে, কখনো পরামর্শ দেয়, কখনো নীরবে পাশে দাঁড়ায়।

বন্ধুত্ব দিবসের আসল মানে কেবল উপহার বা শুভেচ্ছা দেওয়া নয়। এটি সেই সময়, যখন পুরনো সম্পর্কগুলো নতুন করে মনে পড়ে, হারানো যোগাযোগ ফের ফিরে আসে, আর প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অজুহাত তৈরি হয়। আজকের সোশ্যাল মিডিয়া-ভরপুর সময়ে একখানা ছবি বা স্ট্যাটাসের বাইরেও হয়তো একটি ফোনকল, একটি বার্তা বা ছোট্ট চিঠিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ।

দ্রুতগামী জীবনের চাপে অনেক সময় বন্ধুদের সময় দেওয়া সম্ভব হয় না। অথচ সত্যিকারের বন্ধুত্ব অভিমান জমিয়ে রাখে না; বরং বোঝে, ক্ষমা করে, আর অপেক্ষা করে। এ কারণেই সময়ের সাথে সাথে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়, গভীর হয়, প্রিয় হয়ে ওঠে।

বন্ধুত্ব দিবস মনে করিয়ে দেয় — জীবনের অন্ধকার মুহূর্তে বন্ধুই আলো হয়ে আসে। একজন সত্যিকারের বন্ধু মুখ না খুলেই অনুভব করে আমাদের কষ্ট, ভেঙে পড়া মনকে জড়িয়ে ধরে নিঃশব্দ সহানুভূতিতে। শুধু আনন্দের সঙ্গী নয়, বন্ধু দুঃখেরও অবিচল সাথী।

বন্ধুত্ব উদযাপনের মাধ্যমে আমরা বন্ধুদের জানাতে পারি, তাঁদের উপস্থিতি আমাদের কাছে কতটা অমূল্য। এটি এমন একটি সম্পর্ক যেখানে নেই শর্ত, নেই প্রতিযোগিতা — আছে কেবল বিশ্বাস, বোঝাপড়া আর ভালোবাসা।

চলুন, এই বন্ধুত্ব দিবসে কৃতজ্ঞতা জানাই সেই মানুষগুলিকে, যাঁরা নিঃশব্দে আমাদের পাশে থেকেছেন। ভুল বোঝাবুঝি মুছে দিয়ে সম্পর্কগুলোকে আরও মজবুত করি। কারণ বন্ধুত্ব এমন এক সম্পদ, যা ভাগ করলে ফুরোয় না, বরং বেড়ে যায়।

বন্ধু মানেই আত্মার আত্মীয়। বন্ধুত্বকে মনে রাখা, নতুন করে বাঁচিয়ে তোলা — এটাই হোক এই বিশেষ দিনের বার্তা।

কারণ সত্যিই, বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় উপহার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X