মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় দুই লাখের বেশি মানুষ মারা যেতে পারে: রাজউক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
expand
৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় দুই লাখের বেশি মানুষ মারা যেতে পারে: রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফাটলরেখায় ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং দুই লাখের বেশি মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে।

এই তথ্য তুলে ধরা হয় সোমবার (২৪ নভেম্বর) রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে অনুষ্ঠিত ‘ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে।

সেমিনারে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান, সরকারের দুই উপদেষ্টা, জরুরিসেবা সংস্থার প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের সদস্য এবং ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন শুরু করার আহ্বান জানান এবং তৃতীয় পক্ষকে যুক্ত করার পরামর্শ দেন।

তিনি বলেন, যেখানে ভবন ভাঙতে হবে, সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে রাজউককে বিশেষ ক্ষমতা প্রদানের কথাও উল্লেখ করেন।

সেমিনারে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকের ক্ষমতা বৃদ্ধির জন্য খুব দ্রুত ‘টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্ট’ সংশোধনের কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন