শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে অপহরণ করে দেশে মুক্তিপণ নেয়া চক্রের সদস্য গ্রেফতার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
মুক্তিপণ নেয়া চক্রের সদস্য গ্রেফতার 
expand
মুক্তিপণ নেয়া চক্রের সদস্য গ্রেফতার 

সৌদি আরবে অবস্থানকালে অপহরণ করে বাংলাদেশ থেকে মুক্তিপণ নেয়া চক্রের এক সদস্যে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মাগুরা থেকে অভিযুক্ত মো. জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানকালে একটি চক্রের হাতে অপহরণের শিকার হন এক ব্যক্তি। পরে ভুক্তভোগীর স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ চাওয়া হয় ৫০ লাখ টাকা। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে পরিশোধ করা হয় প্রায় ৩৫ লাখ টাকা।এরপর সৌদি আরবেই মুক্তি পায় অপহৃত ওই ব্যক্তি।

সিআইডি বলছে, গ্রেফতারকৃত মো. জিয়াউর রহমান এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সৌদি আরবে অবস্থিত অজ্ঞাতনামা অপহণকারীদের সাথে পরস্পর যোগসাজসে মুক্তিপণ থেকে ৫ লক্ষ টাকা কমিশন পেয়েছে। এখন পর্যন্ত মো. জিয়াউর রহমান (৪২) সহ এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সিআইডি জানায়, ইতোমধ্যে গ্রেফতার হওয়া ২ জন আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন