

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্বৃত্তের ছোড়া আগুনে পুড়তে থাকা একটি বাসের ভেতর থেকে প্রাণে বেঁচেছেন চালক ও হেলপার।
ঘটনাটি ঘটে রোববার গভীর রাতে, নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আয়কর অফিসের সামনে।
চালক নাসির জানান, শহরের ১ নম্বর রেলগেটের কাছে থাকা রাসেল গার্মেন্টসের শ্রমিকদের সাইনবোর্ড এলাকায় আনা–নেওয়ার কাজ করে বাসটি (ঢাকা মেট্রো–জ ১১–২৬৬৩)।
সেদিন রাতেও শ্রমিকদের নামিয়ে দিয়ে তিনি হেলপার নয়নকে নিয়ে লিংক রোডের পাশে বাসটি পার্ক করে ঘুমিয়ে পড়েন।
রাত প্রায় পৌনে ২টার দিকে হঠাৎ তীব্র গরমে ঘুম ভেঙে নাসির দেখতে পান, চালকের আসনের অংশে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে দুজনেই বাস থেকে নেমে চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। একই সময়ে ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি দলও সেখানে গিয়ে তদন্ত শুরু করে।
মন্তব্য করুন
