

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বার্তায় ইইউ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে তারা স্বাগত জানায়।
ইউরোপীয় ইউনিয়নের বার্তায় বলা হয়, ইইউ অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য উত্তরণকে সমর্থন করে।
বার্তায় আরও বলা হয়, ইইউ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেওয়ার এবং পরবর্তী ধাপগুলোতে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।
ইইউর মতে, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সব পক্ষের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনই হতে পারে টেকসই সমাধান।
মন্তব্য করুন
