বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ইউরোপীয় ইউনিয়নের বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
ইউরোপীয় ইউনিয়ন
expand
ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বার্তায় ইইউ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে তারা স্বাগত জানায়।

ইউরোপীয় ইউনিয়নের বার্তায় বলা হয়, ইইউ অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য উত্তরণকে সমর্থন করে।

বার্তায় আরও বলা হয়, ইইউ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেওয়ার এবং পরবর্তী ধাপগুলোতে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।

ইইউর মতে, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সব পক্ষের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনই হতে পারে টেকসই সমাধান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন