রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
expand
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন রাজধানীর ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন।

আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমণ্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থেকে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা মিলে গঠিত এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা।

এদিকে বিএনপি এখনো এ আসনে প্রার্থী চূড়ান্ত করেনি। নির্বাচনী আসন নিয়ে জোটের অভ্যন্তরে আলোচনা চলছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

এর আগে গুঞ্জন ছিল, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। কারণ, তিনি ওই এলাকার ভোটার হিসেবেই পরিচিত ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি রাজধানীর আসনেই ভোটার হিসেবে নাম তুলছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন