রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চায়: প্রেস সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
expand
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে নির্বাচনী উচ্ছ্বাস, উদ্দীপনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে পূর্ণোদ্যমে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, দেশজুড়ে এখন নির্বাচনের আবহ বইছে। প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাই নির্বাচনকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করছেন, যাতে ভোট নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা একদিনে সম্ভব নয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের কাঠামোগত পরিবর্তনে এক দশকেরও বেশি সময় লেগেছে। আমাদেরও নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার বাস্তবায়ন করতে হবে। নেপালের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হতে নয় বছর সময় লেগেছিল।

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে এক প্রশ্নে শফিকুল আলম বলেন, অনেকে মনে করেন জুলাই সনদে নারী ও শ্রমিকদের অংশগ্রহণ নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্বই সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রযুক্তি ও কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শ্রমবাজারে নতুন বাস্তবতা তৈরি করেছে। কর্মসংস্থান সৃষ্টি আগামী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে।

রেল খাতে বিনিয়োগের প্রসঙ্গে প্রেস সচিব জানান, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে রেল খাতে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন।

আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে সহিংসতা উসকে দিতে চায়। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে পরিষ্কার ও দৃঢ় অবস্থান নিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন