

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবের ভয়ে চুপ থাকেন, তারা একসময় ফ্যাসিবাদের সহযোগী ছিলেন।
তিনি বলেন, বর্তমান সরকার কাউকে গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের মাধ্যমে ভয় দেখিয়ে চুপ করায়নি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
প্রেস সচিব আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। অথচ আগের রাজনৈতিক সরকারের সময় সাংবাদিকদের ওপর ছিল ভয় ও নিপীড়নের চাপ। সেই অবস্থা থেকে আমরা কিছুটা বেরিয়ে এসেছি।
তিনি আরও জানান, গত দেড় বছরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সরকার কাজ করেছে। তবে রাজনৈতিক সরকার ফিরে এলে সেই পরিবেশ বজায় থাকবে কি না— তা নিয়ে সংশয় রয়ে গেছে।
ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুল আলম বলেন, দেশে মিস ইনফরমেশন ছড়ালে তা মোকাবিলা করা কঠিন। যেমন, সেন্টমার্টিন দখল হয়েছে বা মাইলস্টোন নিয়ে নানা গুজব ছড়ানো হয়েছিল।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ভুয়া তথ্য সনাক্ত বা প্রতিরোধ করার মতো পর্যাপ্ত প্রযুক্তিগত সক্ষমতা নেই। ফলে অনেকে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছেন।
প্রেস সচিবের মতে, দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াও সময়ের বড় চ্যালেঞ্জ।
মন্তব্য করুন
