

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌসুমি বৃষ্টির অজুহাতে দেশের নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম এক লাফে বেড়ে কেজিতে ৪০০ টাকা পৌঁছেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে অন্যান্য সবজিরও দাম বৃদ্ধি পেয়েছে। একাধিক সবজি এখন কেজি প্রতি ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম ১০০ টাকারও উপরে।
মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও ক্রেতারা তা উচ্চমূল্যে কিনতে বাধ্য হচ্ছেন। মুরগির কেজি দামেরও বৃদ্ধি ঘটেছে, ১০–৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর কাওরান বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০–৩২০ টাকা কেজি, নয়াবাজারে ৩৫০–৩৬০ টাকা, আর মালিবাগ কাঁচাবাজারে সর্বোচ্চ ৪০০ টাকা।
মালিবাগ কাঁচাবাজারে মরিচ কেনার জন্য আসা মো. সোলাইমান বলেন, “গত সপ্তাহে কেজি ২০০ টাকায় পাওয়া যেত, এখন বিক্রেতারা ৪০০ টাকা চাইছে। কিন্তু বাজারে কোনো সরবরাহ সংকট নেই, শুধু দাম বাড়ানো হয়েছে।”
একই বাজারের বিক্রেতা মো. শাহ আলম বলেন, “বৃষ্টির কারণে আড়তে সরবরাহ কমেছে। আড়তদাররা বেশি দামে আমাদের কাছে বিক্রি করেছে। তাই আমাদেরও ক্রেতার কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “বৃষ্টিতে কৃষি খেত ক্ষতিগ্রস্ত হলে কিছুটা দাম বাড়তে পারে। তবে এক লাফে কাঁচামরিচের দাম ২০০ টাকা বাড়িয়ে ৪০০ করা স্বাভাবিক নয়। এটি বিক্রেতাদের কারসাজি। নজরদারি সংস্থাগুলোকে এ বিষয়ে তদারকি করতে হবে।”
অন্যান্য সবজির দাম
বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে, শুক্রবার বাজারে:
ঢ্যাঁড়স: ৭০–৮০ টাকা
কচুরলতি: ৮০ টাকা
গোল বেগুন: ১০০ টাকা
বরবটি: ১০০–১১০ টাকা
চিচিঙ্গা: ৮৫ টাকা
ঝিঙ্গা: ৮০ টাকা
দুন্দুল: ৮০–৮৫ টাকা
পটোল: ৭০–৭৫ টাকা
শসা: ৮০ টাকা
করলা: ১০০ টাকা
শিম: ২০০ টাকা
মিষ্টিকুমড়া: ৬০ টাকা
পেঁপে: ৩০ টাকা
মাছ ও মাংসের দাম
রাজধানীর খুচরা বাজারে:
বয়লার মুরগি: ১৯০ টাকা (গত সপ্তাহে ১৮০–১৮৫ টাকা)
সোনালি মুরগি: ৩০০ টাকা (গত সপ্তাহে ২৬০–২৮০ টাকা)
দেশি মুরগি: ৬০০–৬৫০ টাকা
গরুর মাংস: ৭৮০–৮০০ টাকা
খাসির মাংস: ১১০০–১২০০ টাকা
ইলিশ (মাঝারি): ২৩০০–২৫০০ টাকা, ৭০০–৮০০ গ্রাম: ১৭০০–১৮০০ টাকা, ছোট আকার: ৭০০–৭৫০ টাকা
রুই: ৩৫০–৪০০ টাকা
টেলাপিয়া: ২৫০ টাকা
পাঙাশ: ২২০–২৫০ টাকা
পাবদা: ৪০০–৪৫০ টাকা
টেংরা: ৮০০ টাকা
চিংড়ি: ১০০০ টাকা
বরিশালে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ বেড়েছে, বিশেষ করে কাঁচামরিচ। আগের সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হওয়া মরিচ এখন ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত এবং পূজার ছুটিতে সীমিত বর্ডার কার্যক্রমের কারণে সবজি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা যাচ্ছে না। পূজার ছুটি শেষে বর্ডার খোলার সঙ্গে সঙ্গে দাম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    