

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত মে মাসে রাজধানীর ধানমন্ডিতে এক প্রকাশকের বাসা ঘিরে ‘মব’ তৈরির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার তৎকালীন আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনকে পুলিশ আটক করেছিল। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ থানায় গিয়ে নিজের জিম্মায় তাঁদের ছেড়ে নিয়ে আসেন।
এবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় আবার চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বছিলা হাউজিং সিটি থেকে তাদের আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। অন্য চারজন হলেন—হাসিবুর রহমান ফরহাদ, আবদুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মো. শাহিন।
স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বছিলার সেফ হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ‘সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজন উত্তেজনা সৃষ্টি করে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। হাসপাতাল মালিকের ফোন পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করে।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রাব্বির নামে মোহাম্মদপুর থানায় আগে থেকেই একটি চাঁদাবাজি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। চাঁদাবাজিসহ নানা অভিযোগের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকেও তাকে বহিষ্কার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    