শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বর্তমান মোট জনসংখ্যা কত? জানাল ইসি  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
ইসি ভবন
expand
ইসি ভবন

নির্বাচন কমিশনের ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছে প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ।

ইসি তাহমিদা আহমেদ বলেন, আমরা ভোটার তালিকা তৈরি করেছি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে, তাই এটি সম্পূর্ণ সঠিক। দেশের মোট জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ প্রবাসী হিসেবে বাইরে আছেন। শুধু ঢাকাতেই বসবাস করছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

সকালে সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। সবচেয়ে বড় কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এটি একটি বিশাল উদ্যোগ; আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দিতে পেরেছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন