শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসকে সমর্থন ও সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
ড. ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
expand
ড. ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন একাধিক বিশ্বনেতা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের তাঁর হোটেল স্যুইটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত নেতারা অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দক্ষতা ও সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, লাটভিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ভায়রা ভেই-ফ্রেইবারগার নেতৃত্বে প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। ভি-ফ্রিবারগা নিজামি গাঞ্জভি, ইন্টারন্যাশনাল সেন্টার (এনজিআইসি)-এর সহ-সভাপতি, যার নাম ১১তম শতাব্দীর বিখ্যাত ফার্সি কবির নামে, হাই-প্রোফাইল গ্রুপে অন্তর্ভুক্ত ছিলেন।

এছাড়া স্লোভেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরুত পাহোর, সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরিস তাদি, লাটভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইগিলস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এমেরিটাস এবং বেলজিয়ামের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী জর্জ পাপানড্রেউ, বুলগেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিভ ও পেটার স্টোয়ানভ, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আইভো জোসিপোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার প্রাক্তন প্রেসিডেন্ট ম্লাডেন ইভানিচ এবং মরিশাসের প্রাক্তন প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম উপস্থিত ছিলেন।

নেতারা দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. ইউনূসের অবদানকে প্রশংসা করেন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তারা ১৬ বছরের অপশাসন, দুর্নীতি ও শোষণের পর দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একজন নেতা বলেন, “আমরা আপনাদের পাশে আছি, যা প্রয়োজন আমাদের জানান।”

কেরি কেনেডি তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে মানবাধিকার অগ্রগতির প্রশংসা করেন। জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলান ভারভার জানান, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রতি তাঁদের আনুষ্ঠানিক সমর্থন শিগগিরই ঘোষণা করা হবে।

ড. ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি আমার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনুপ্রেরণাদায়ক। আমরা এক ধরনের দীর্ঘ ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছি, এখন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ সামনে।” তিনি জানান, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও পরামর্শ এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহায়তা করবে।

সভায় এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন