শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন বাতিলে বিবৃতি দিলো ক্ষুদ্ধ ছাত্রদল 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে উত্থাপিত বিভিন্ন অনিয়ম-অসংগতি, অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিবৃতি দিয়েছে তাতে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের পক্ষ থেকে উত্থাপিত ১১টি নির্দিষ্ট অভিযোগ এবং আবেদনপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষা না করেই এই বিবৃতি প্রকাশ করেছে। বিশেষ করে হাজী মুহম্মদ মুহসীন হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কেন্দ্রের নির্দিষ্ট বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য প্রার্থীদের আবেদনকে প্রশাসন ‘অনির্দিষ্ট’ বলে অভিহিত করেছে।

ছাত্রদলের অভিযোগ, হাজী মুহম্মদ মুহসীন হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নির্দিষ্ট বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার আবেদন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে ‘অনির্দিষ্ট’ বলেছে। তারা আরও দাবি করেন, ভোটার উপস্থিতি নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে, তা সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়া নিরসন সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভোটার তালিকা প্রকাশ করা হয়নি, পোলিং এজেন্টদের উপস্থিতি যাচাইয়ের সুযোগ দেওয়া হয়নি। এর ফলে প্রশাসনের দেয়া ভোটার উপস্থিতির হার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে আবেদন জানানো হলেও তা আমলে নেয়া হয়নি।

এছাড়া, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো নিয়ে প্রশাসন মিথ্যাচার করছে বলে দাবি তাদের। তারা বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করার পরও প্রশাসন ‘দুই সপ্তাহ পর অভিযোগ তোলা হয়েছে’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য বিশেষজ্ঞদের সহায়তায় অভিযোগগুলো তদন্ত করে শিক্ষার্থীদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করবে, এমন প্রত্যাশাই তাদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন