

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি মিলে জোরপূর্বক এক পথচারীর চুল কেটে দিচ্ছে। ঘটনাটি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ ধরনের কাজ শুধু অমানবিকই নয়, বরং সংবিধান ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২ জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ ৩৫ নিষ্ঠুর বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে এভাবে কারও চুল কেটে দেওয়া শুধু মৌলিক অধিকার হরণ নয়, বরং ভুক্তভোগীর সামাজিক মর্যাদায়ও আঘাত।
আসক মনে করে, এ ধরনের কর্মকাণ্ড আইন ও মানবাধিকারের পরিপন্থি। সংস্থাটি অবিলম্বে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো নাগরিক এমন অবমাননা ও বেআইনি আচরণের শিকার না হন, সে বিষয়ে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন
