

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন।
২৪ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত এই আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল— “অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ”।
বৈঠকে অধ্যাপক ইউনূস বিশেষভাবে মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ করপোরেশনগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে সাংবাদিকদের জানান, বৈঠকে ইউনূস বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন যে চলমান সংস্কার কার্যক্রম ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন। সেখানে তাদের মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    