বুধবার
২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেল: বাড়ি ভাড়া নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
পে-স্কেল
expand
পে-স্কেল

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া ভাতায় বড় ধরনের পরিবর্তন আসছে। প্রস্তাবিত পে-স্কেল অনুযায়ী সব গ্রেডের চাকরিজীবীদের বাড়ি ভাড়া বাড়ছে না। বরং ৮ম থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমানোর সুপারিশ করা হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

পে কমিশনের একটি সূত্র জানায়, নতুন পে-স্কেলে ২০ম থেকে ৯ম গ্রেডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়ানো হবে। তবে ৮ম থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া কমবে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বাড়ি ভাড়া ভাতা কমানোর সুপারিশ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের এক সদস্য বলেন, নতুন পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা কিছুটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তাদের বেতন তুলনামূলকভাবে কম। এ জন্য অন্যান্য ভাতা দিয়ে বিষয়টি পুষিয়ে দেওয়ার সুপারিশ রয়েছে।

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, সভায় পে-স্কেলসংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করা হবে। পরে বিকেল ৫টায় পে কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X