সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল সম্প্রচার স্থগিতের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে: তথ্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
expand
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এ প্রসঙ্গে আইন উপদেষ্টার পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব দেওয়া হলে তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখাই সবার জন্য ইতিবাচক হতো। সাধারণভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে সম্পর্কের দূরত্ব কমানোর চেষ্টা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।

তিনি আরও বলেন, কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার নিশ্চয়তা দেওয়ার পর রাজনৈতিক বিবেচনায় তাকে বাদ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে। এতে দেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগে এবং স্বাভাবিকভাবেই জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তথ্য উপদেষ্টা জানান, এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকেও একটি অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। সে কারণেই আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত দিক ও প্রক্রিয়াগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু পর্যালোচনা শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “এখানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে নীরব থাকার সুযোগ নেই। আমাকে এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে হবে।”

মুস্তাফিজকে বাদ দেওয়ার যুক্তি প্রসঙ্গে তিনি বলেন, কোন ভিত্তিতে একজন খেলোয়াড়কে অংশগ্রহণে বাধা দেওয়া হলো—সেই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সে কারণেই সরকারকে প্রতিক্রিয়া জানাতে হচ্ছে।

সব মিলিয়ে, আইপিএল সম্প্রচার নিয়ে সরকারের অবস্থান এখনো চূড়ান্ত নয়, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X