শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
জরিপ 

গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অধিকাংশ উত্তরদাতা (৫৬ দশমিক ৬%) মনে করেন, গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে।
expand
অধিকাংশ উত্তরদাতা (৫৬ দশমিক ৬%) মনে করেন, গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে।

অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে ৬৯ দশমিক ৯% মানুষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক এই কনসাল্টিং ফার্ম 'জনগণের নির্বাচন পালস সমীক্ষা, রাউন্ড ২’ এর প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে।

এছাড়া, ৭৭ দশমিক ৫% মানুষ বিশ্বাস করে যে, তারা নিরাপদে এবং ভয় ছাড়া ভোট দিতে পারবে। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে তরুণ, শিক্ষিত এবং শহুরে বাসিন্দাদের মধ্যে সন্দেহ বেশি।

ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কর্মক্ষমতার প্রতি ইতিবাচক ধারণা রয়েছে এবং সমীক্ষায় অংশগ্রহণকারীর ৭৮ দশমিক ৭% সরকারকে 'ভালো' বা 'মধ্যম' হিসাবে রেটিং দিয়েছে। তবে, তরুণ, শিক্ষিত এবং শহুরে জনসংখ্যার মধ্যে অনুমোদনের রেটিং কম।

অধিকাংশ উত্তরদাতা (৫৬ দশমিক ৬%) মনে করেন, গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে। এই ধারণা শহুরে বাসিন্দা, তরুণ প্রজন্ম এবং উচ্চ শিক্ষা ও আয়ের মানুষদের মধ্যে বেশি স্পষ্ট।

৮৬ দশমিক ৫% উত্তরদাতা সম্মত হয়েছে যে, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া উচিত এবং ৯৪ দশমিক ৩% ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তবে, শিক্ষার্থী, শিক্ষিত ব্যক্তি এবং কিছু পেশাজীবী নির্বাচন সময় সম্পর্কে অসম্মতি এবং ভোট দেয়ার ইচ্ছা কম দেখিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন