

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে রোববার সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দীন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র ও বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৈঠকের পূর্বনির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে।
শুরুতে সভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।
সিইসি এ এম এন নাসির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আলোচনার সারসংক্ষেপ ও সভার সিদ্ধান্ত তুলে ধরা হবে।
নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন

