

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে।
তাদের দাফনের জন্য নেয়া হবে গ্রামের বাড়িতে। রোববার (২১ ডিসেম্বর) সকালে জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল ইসলাম ও রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এসময় তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকেও গার্ড অব অনার প্রদান করা হয়।
পরবর্তীতে হেলকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় হস্তান্তর করে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন করা হবে।
আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
মন্তব্য করুন

