

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান শুরু করেছে।
এর আগে ঢাকায় ঘোষিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে কেন্দ্রটির কার্যক্রম স্থগিত রাখা হয়। পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ঝুঁকি কমে আসায় পরদিন থেকেই আবার ভিসা আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের দেশে ফেরত আনা এবং ভারতের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে ‘জুলাই ঐক্য’ নামের একটি মোর্চা ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছিল। ওই কর্মসূচির প্রেক্ষাপটেই সাময়িকভাবে ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে একই দিনে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে বলেও জানা গেছে।
মন্তব্য করুন

