সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় সমাবেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বদলীয় উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ
expand
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বদলীয় উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বদলীয় উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই শহীদ মিনার এলাকায় লোকসমাগম বাড়তে থাকে। সমাবেশকে ঘিরে মঞ্চ সাজানো, আসনব্যবস্থা ও শব্দব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করা হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা প্রতিবাদী মানুষের জমায়েতে পরিণত হয়।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা একের পর এক স্লোগানের মাধ্যমে হামলার নিন্দা জানান। তারা হাদির ওপর গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন। নানা স্লোগানে সমাবেশস্থল উত্তাল হয়ে ওঠে।

আনুষ্ঠানিক বক্তব্যের আগে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে বার্তা দেওয়া হয়। গান ও কবিতার মধ্য দিয়ে বক্তারা সহিংস রাজনীতির বিপক্ষে অবস্থান তুলে ধরেন এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, ভিন্নমত দমনে সহিংসতার পথ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মনে করেন, এ ধরনের হামলা মুক্ত মতপ্রকাশ ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। তাই এই ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করা জরুরি।

আয়োজক পক্ষ জানায়, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো হাদির ওপর হামলার প্রতিবাদ জানানো এবং একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান তুলে ধরা। তাদের মতে, রাজনৈতিক মতবিরোধ থাকলেও সহিংসতা কোনো সমাধান নয়।

এদিকে, গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারে বিপুল অর্থ ব্যয় হয়, যা রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করে কয়েক শত লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি অভ্যুত্থান-অনুপ্রাণিত আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X