সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এমপিদের বিষয়ে ইসির নতুন সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
ইসির লোগো
expand
ইসির লোগো

সংসদ সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে নতুন দিকনির্দেশনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সংশোধিত আইনের আওতায় এখন কোনো সংসদ সদস্যের কর্মকাণ্ড নিয়ে স্পিকার ও নির্বাচন কমিশন উভয়েই আলাদাভাবে কিংবা যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করতে পারবেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, কোনো এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে স্পিকার তাঁর সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। অতীতে বাংলাদেশে এই প্রক্রিয়ার ব্যবহার দেখা যায়নি। তবে সাম্প্রতিক আইন সংশোধনের মাধ্যমে বিষয়টি এখন স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আইনে আরও বলা হয়েছে, শুধু স্পিকারের উদ্যোগেই নয় নির্বাচন কমিশন চাইলে নিজ উদ্যোগেও (স্বপ্রণোদিত হয়ে) কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ বাতিল হওয়ার সুযোগও রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X