

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা। তফসিল ঘোষণা হলেও দেশজুড়ে নির্বাচনী আবহাওয়া উৎসবের চেয়ে পরিবেশ নিয়ে নানা প্রশ্ন, শঙ্কা ও অনিশ্চয়তা কাটছে না। নির্বাচনী ময়দানের তৃণমূল থেকে শহর সর্বত্রই যেনো গুঞ্জন ও আতঙ্ক বাড়ছে।
রাজধানীর বিজয়নগরে শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অথচ, গত নভেম্বরে ৩০টি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা। এর আগে, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেদিন মূলত নির্বাচনী প্রচারণায় এই সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ২০ জনেরও বেশি আহত হয়। পরে পুলিশ জানিয়েছে, গুলি হাতে ভাইরাল সেই যুবকের নাম তুষার মন্ডল। তিনি জামায়াতের কর্মী।
শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনাকে ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন সরকার থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা ও নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হাদির আহতের খবর প্রচারের পর তিনি ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই মন্তব্য করেন। আসিফ বলেন, সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ রকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন।
এদিকে, আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে সরকার নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন— বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। হাদিকে গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মাত্র তফসিল দিয়েছে। একদিনের মাথায় এই গুলি। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে সরকার নির্বাচন কীভাবে করবে সেটা বড় প্রশ্ন। অবশ্যই এই সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা, দোসররা দীর্ঘদিন ধরে পরিকল্পিত সন্ত্রাসের ছক কষছে। এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
দেশের একটি চক্র ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে মন্তব্য করে বিএনপি বলছে, পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতি এ কথা জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, এই আক্রমণ সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা।
এদিকে, জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। ওসমান হাদিকে গুলির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশের কথাও বলা হয় বিবৃতিতে।
হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই মন্তব্য করে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক এনপিবি নিউজকে বলেন, তফসিলের পূর্বে হওয়া বিভিন্ন ঘটনায় কার্যকরী ব্যবস্থা নিলে হয়তো তফসিল ঘোষণার একদিনের মধ্যে এমন ঘটনা হতো না। আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসহ সকল নির্বাচনী অংশীজনদের আরও অংশগ্রহণ বাড়ানো উচিৎ। অন্যথায় দূর্বৃত্তরা নানাভাবে সক্রিয় হচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করবে। ঢাকাতেই যদি প্রার্থীকে গুলি করা হয় তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে কি অবস্থা?- এমন প্রশ্নই তৈরি করে।
এছাড়া, হাদির ওপর গুলির ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার গণমাধ্যমে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রাথমিকভাবে বিষয়টি পুলিশ তদন্ত করবে কেন উনি গুলিবিদ্ধ হলেন। এটা কি প্রার্থী হওয়ার কারণে, রাজনৈতিক কারণে না অন্য কোনো কারণে? তবে আমরা এটাই বলতে পারি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবো।
মন্তব্য করুন
