শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বড় দুঃসংবাদ প্রাথমিকের শিক্ষকদের জন্য 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কয়েকটি দিন বাতিল করা হয়েছে। শিক্ষকদের আন্দোলনের কারণে বেশিরভাগ বিদ্যালয়ে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে সব বিদ্যালয়ে বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) শীতকালীন ছুটি বাতিল করা হলো। এসব দিনে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ছুটি বাতিল করে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X