রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতেও এভারকেয়ারের সামনে মানুষের ভিড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের বাইরে উৎসুক জনতা
expand
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের বাইরে উৎসুক জনতা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঠিক সময়ে ঢাকায় অবতরণ করলে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় লন্ডনের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে মধ্যরাতেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের বাইরে উৎসুক জনতা ও বিএনপির নেতাকর্মীরা ভীড় করেন।

সেখানে তারা শীত উপেক্ষা করে তাদের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সবার প্রত্যাশা, লন্ডনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টার পর লন্ডন থেকে তার ফ্লাইট ছেড়ে আসে। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জোবাইদা রহমান দেশে আসার পর খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি আরও জোরদার করতে হাসপাতাল এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X