বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
expand
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সিলেট ও নরসিংদীর বিভিন্ন এলাকায় আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছের শাখা-প্রশাখা কাটার প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

একই দিন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

এদিকে নরসিংদীতেও একই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশনের আওতাধীন এলাকায় বুধবার সড়ক ও জনপথের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তর কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

৩৩ কেভি সুইচিং স্টেশনের সহকারী জেনারেল ম্যানেজার জানান, চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন হতে শিবপুর, বিসিক, মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন হতে মরজাল, নারায়ণপুর ও কুলিয়ারচর আউটগোয়িং ৩৩ কেভি ফিডার, শিলমান্দী উপকেন্দ্রের শিলমান্দী, শিবপুর ১১ কেভি ফিডার (আংশিক), বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া, সৈয়দনগর ১১ কেভি ফিডার সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত শাটডাউন এ থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X