শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে যাচ্ছে ১১ হাজার টন ইলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

ফরিদা আখতার আরও বলেন, এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কমে গেছে, ফলে বাজারে সরবরাহও কমেছে। তবে চলতি মাসেই দেশের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন