রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
expand
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া এখন অত্যন্ত জটিল অবস্থায় আছেন। তার ভাষায়, এটি “ভেন্টিলেশনের কাছাকাছি বা গভীর সংকটাপন্ন অবস্থা” হিসেবে বিবেচনা করা যায়, তবে বিস্তারিত ব্যাখ্যা তিনি দিতে চাননি।

২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা চলছে।

এর আগে দিনের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তাঁর সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশজুড়ে মানুষের দোয়া ও প্রার্থনা খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য অব্যাহত রয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য-সংক্রান্ত সর্বশেষ তথ্য আনুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শিগগিরই জানাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা এবং চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X