

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, এবং সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে।
তিনি আরও বলেন, সারাদেশের মানুষ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন। দলের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা করা হচ্ছে।
চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন পরে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন বলে জানান তিনি।
এদিন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন

