মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
expand
সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

সাভারে ব্র্যাক সিডিএমে শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত ‘কার্নিভাল অব চেজ ২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতায় সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ জীবন ও সাফল্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

তিনি বলেন, “জীবনের লক্ষ্য পূরণ করতে হলে কখনো হাল ছাড়া যাবে না।

যার যা অন্তরে আছে, যা রক্তের সঙ্গে জন্মের মধ্য দিয়ে এসেছে—সেটা করতে হবে। পাগল না হলে পৃথিবীতে কিছু করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসানও বক্তব্য দেন।

অধ্যাপক আবু সায়ীদ আরও বলেন, মানুষের আনন্দ ও ইচ্ছাকে কখনো সীমাবদ্ধ করা উচিত নয়।

অভিভাবকরা প্রায়ই তাদের সন্তানের পছন্দে বাধা দেন। উদাহরণস্বরূপ, কেউ সাহিত্য পড়তে চাইলেও অভিভাবকরা অ্যাকাউন্টিং পড়ার পরামর্শ দেন।

তিনি যোগ করেন, পুরস্কারের জন্য কোনো কাজ করলে জীবনে সাফল্য আসবে না, বরং নিজের আত্মার আকাঙ্ক্ষা অনুসরণ করে কাজ করতে হবে।

একজনের মধ্যে অনেক রকম মানুষ থাকে; যে অংশে সবচেয়ে শক্তি আছে, সেটাই অনুসরণ করতে হবে।

দুই দিনব্যাপী ‘কার্নিভাল অব চেজ ২০২৫’-এ দেশের বিভিন্ন এলাকা থেকে ২৫০-এরও বেশি তরুণ অংশগ্রহণ করেন।

প্রথম দিনে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও নতুন ধারণা প্রদর্শনের পাশাপাশি মতবিনিময়, আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে ১২টি মনোনীত প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পকে তাদের সৃজনশীলতা, সমাজে ইতিবাচক প্রভাব এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখার জন্য পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X