

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামী থেকে সরে এসে প্রায় পঞ্চাশের বেশি নেতাকর্মী বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কুলকান্দি খানবাড়ীস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামপুর-২ আসনের বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের কাছে ফুল দিয়ে তারা নিজেদের আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন। পরে প্রার্থী ফরহাদ তাদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।
যোগদানকারীদের মধ্যে ছিলেন—জিগাতলা ওয়ার্ডের জামায়াত সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারসহ আরও অনেকে।
বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ খান বলেন, বিএনপির গণতান্ত্রিক অবস্থান ও কর্মকাণ্ডে আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি যোগদানকারীদের সিদ্ধান্তকে ‘সঠিক সময়ে সঠিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
এ সময় তিনি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, “আমাদের নেত্রী কঠিন শারীরিক অবস্থার মধ্যেও আল্লাহর রহমতে বারবার আমাদের মাঝে ফিরে এসেছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন।”
নতুনভাবে বিএনপিতে যুক্ত হওয়া এরশাদ খন্দকার বলেন, দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করলেও এখন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ভাইয়ের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে চান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

