

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কড়াইল বস্তির আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
কমিটিতে ফায়ার সার্ভিসে উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মো. মামুনুর রশিদকে সভাপতি আর সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। সদস্যরা হলেন, ঢাকা জোন-২ এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও ষ্টেশনের সিনিয়র অফিসার মো. নাজিম উদ্দিন সরকার ও ফায়ার সার্ভিসের ঢাকা-২৩ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।
ফায়ার সার্ভিসের গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন