বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের অধ্যাদেশ জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ জারি
expand
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ জারি

জুলাই সনদের বিধান বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য নতুন একটি অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এর আগে দিনের শুরুতে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, দ্রুতই গেজেট আকারে এটি প্রকাশ করা হবে—এবং সেই রাতেই অধ্যাদেশটি কার্যকর হয়।

গণভোট কেন?

ড. আসিফ নজরুল বলেন, জুলাই জাতীয় সনদে যে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত আছে, সেগুলোর বিষয়ে দেশের জনগণের সরাসরি মতামত নেয়ার জন্যই ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। গণভোট কীভাবে পরিচালিত হবে, কোন ধাপে কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে—এসব বিষয় অধ্যাদেশে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

অধ্যাদেশে যে প্রশ্নটি থাকবে গণভোটে

গণভোটে ভোটারদের সামনে একটি সুস্পষ্ট প্রশ্ন উপস্থাপন করা হবে। আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫-এ উল্লিখিত নিম্নোক্ত সংবিধান সংশোধন প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দিচ্ছেন? (হ্যাঁ/না)

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়ায় গঠিত হবে।

(খ) পরবর্তী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পাবে তার অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বাধ্যতামূলক হবে।

(গ) সংসদে নারী সদস্য বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতির বণ্টন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার, স্থানীয় সরকারের ক্ষমতা, রাষ্ট্রপতির কর্তৃত্ব, প্রধানমন্ত্রীর মেয়াদসহ জুলাই সনদে সম্মত ৩০টি বিষয়ের বাস্তবায়ন আগামী জাতীয় সংসদে বিজয়ী দলগুলোর জন্য বাধ্যতামূলক করা হবে।

(ঘ) জুলাই সনদে উল্লেখিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

গণভোট কোথায় এবং কারা পরিচালনা করবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত সব ভোটকেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে দায়িত্ব পাওয়া রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। অধ্যাদেশে তাদের স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত হিসেবে গণ্য করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন