বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২১শ শতাব্দীর জটিল নিরাপত্তা পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্জের মুখে দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করতে ইএমই কোরকে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনে আয়োজিত ‘ইএমই কোর অধিনায়ক সম্মেলন–২০২৫’-এ তিনি এই আহ্বান জানান।

সম্মেলনে সেনাপ্রধান ইএমই কোরের দীর্ঘদিনের সম্মানজনক ইতিহাস ও দেশের প্রতি তাদের ভূমিকা স্মরণ করেন। একইসঙ্গে উপস্থিত ইউনিট অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি কোর এবং সমগ্র সেনাবাহিনীর অগ্রগতির জন্য নানা নির্দেশনা উপস্থাপন করেন। ভবিষ্যতের দায়িত্ব পালনে কোরের প্রতিটি সদস্যকে আরও উদাহরণ সৃষ্টি করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এর আগে, ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রংপুর এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার এবং ইএমই সিঅ্যান্ডএস-এর কমান্ড্যান্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন