শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ পরকীয়ায় জড়ায় কেন?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

বিবাহের সূচনা থেকেই পরকীয়ার গল্প মানবজীবনের সঙ্গে জড়িয়ে আছে। প্রেম-ভালোবাসার জটিল ও সংবেদনশীল অধ্যায়ের অন্যতম নাম এটি। শুধু আবেগ নয়, এর পেছনে রয়েছে মানসিক, সামাজিক, জৈবিক এমনকি অর্থনৈতিক নানা প্রভাব।

কানাডার কুইন্স ইউনিভার্সিটি ও ইনফিডেলিটি রিকভারি ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, মানুষ শুধু শারীরিক আকর্ষণের জন্য নয়— অবহেলা, ভালোবাসার অভাব, মানসিক চাপ কিংবা নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়ও সম্পর্কের বাইরে চলে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনসি ইনস্টিটিউটের গবেষক ড. জাস্টিন লেমিলারও বিষয়টি নিয়ে কাজ করেছেন। তার মতে, পরকীয়া সবসময় অসুখী দাম্পত্যের কারণে ঘটে না। বরং অনেক সময় সুখী দম্পতির একজনও নতুন অভিজ্ঞতা, বৈচিত্র্য বা উত্তেজনার খোঁজে অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারে।

গবেষণায় উঠে আসা প্রধান কারণগুলো

১. অসন্তুষ্ট দাম্পত্য: বোঝাপড়ার ঘাটতি, অবহেলা বা শারীরিক সম্পর্কের অসন্তুষ্টি।

২. নতুন অভিজ্ঞতার খোঁজ: একঘেয়ে সংসার থেকে বেরিয়ে ভিন্ন উত্তেজনা চাইতে পারে কেউ কেউ।

৩. মানসিক আশ্রয়: দায়িত্বের চাপ থেকে মুক্তি পেতে অন্য সম্পর্কে ঝুঁকে পড়া।

৪. প্রযুক্তির প্রভাব: ডেটিং অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম গোপন সম্পর্ককে সহজ করেছে।

৫. কর্মস্থলের ঘনিষ্ঠতা: সহকর্মীর সঙ্গে দীর্ঘ সময় কাটাতে কাটাতে প্রেমে রূপ নেওয়া।

৬. বারবার প্রেমে পড়া স্বভাব: অভ্যাসবশত নতুন সম্পর্কে জড়িয়ে পড়া।

৭. মানসিক স্বাস্থ্য সমস্যা: পিটিএসডি বা বাইপোলারের মতো সমস্যায় স্থায়ী সম্পর্কে স্থির না থাকা।

৮. স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষা: সামাজিক মর্যাদা বা আর্থিক সুবিধার জন্য বিবাহবহির্ভূত সম্পর্ক।

৯. অল্প বয়সে বিয়ে: বিশেষত ২০ বছরের আগেই বিয়ে হওয়া দম্পতিদের মধ্যে ঝুঁকি বেশি।

১০. শৈশবের মানসিক আঘাত: অশান্ত পরিবারে বেড়ে ওঠা সন্তানদের পরবর্তী জীবনে প্রভাব পড়ে।

১১. প্রতিশোধপরায়ণতা: অতীতের প্রতারণার প্রতিশোধ হিসেবে নতুন সম্পর্কে জড়ানো।

১২. ** অভ্যাসগত প্রতারণা**: যারা একবার প্রতারণা করেছেন, তাদের পুনরায় একই পথে যাওয়ার প্রবণতা বেশি।

গবেষকদের মতে, খোলামেলা আলোচনা, পারস্পরিক যত্নশীলতা এবং প্রতিশ্রুতিই পারে যেকোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন